আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় ঝিনাইদহ র্যাব-৬ মাদক বিরোধী অভিযান চালিয়ে কালিদাসপুর গ্রামের মাদক ব্যবসায়ী পিয়াস আলীকে ইয়াবাসহ আটক করেছে। ১৪ ফেব্রুয়ারি সোমবার রাতে কালিদাসপুর উত্তরপাড়ার নাজমুলের মুদি দোকানের সামনে থেকে ১শ ৯০ পিস ইয়াবাসহ আটক করে।
জানাগেছে, উপজেলার কালিদাসপ্রু ইউনিয়নের কালিদাসপুর উত্তরপাড়ার আবু তাহেরের ছেলে পিয়াস আলী (২৮) দীর্ঘদিন ধরে মাদক বিক্রয় করে আসছিল। সে বাইরে থেকে ইয়াবা নিয়ে এসে এলাকায় খুচরা এবং পাইকারি বিক্রয় করত। ১৪ ফেব্রুয়ারি সোমবার রাতে ঝিনাইদহ র্যাব-৬“র এসআই শহিদুল ইসলাম, এসআই প্রদ্যুত কুমার প্রামানিকসহ ফোর্স নিয়ে অভিযানে বের হয়। এসময় গোপন সংবাদের ভিত্তিতে সংবাদ পেয়ে কালিদাসপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। মাদক ব্যবসায়ী পিয়াস আলী র্যাবের উপস্থিত টের পেয়ে পালানো চেষ্টাকালে কৌশলে তাকে আটক করে। আটকের পর পিয়াসের জিন্স প্যান্টের পকেট থেকে ১শ ৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। পরে ১৫ ফেব্রুয়ারি ঝিনাইদহ র্যাব-৬“র এসআই শহিদুল ইসলাম বাদী হয়ে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন।