স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় পৃথক অভিযানে মাদকসহ দুজনকে আটকের পর একজনকে কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অপরজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ সদর থানায় সোপর্দ করা হয়েছে। গতকাল রোববার সকালে চুয়াডাঙ্গার ভিমরুল্লাহ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৭৫ পিস ইয়াবা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন জানান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেনের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি টিম গতকাল রোববার সকাল ১০টার দিকে পৌর এলাকার ভিমরুল্লাহে অভিযান চালান। এ সময় আটক করা হয় ভিমরুল্লাহ মসজিদপাড়ার ছানোয়ার হোসেনের ছেলে সোহাগ হোসেনকে (২৬)। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৮ পিস ইয়াবা। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৬ মাসের কারাদ- ও দুইশ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন। পরে সাজাপ্রাপ্ত সোহাগকে জেলা কারাগারে প্রেরণ করা হয়। এদিকে বেলা সোয়া ১১টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি টিম আবারও পৌর এলাকার ভিমরুল্লাহ মসজিদপাড়ায় অভিযান চালান। এ সময় একই এলাকার বরকত আলীর ছেলে মোক্তার হোসেনকে (৫০) নিজ বাড়ি থেকে ৬৭ পিস ইয়াবাসহ আটক করা হয়। গতকালই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ মোক্তারকে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়।