স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে অভিযান চালিয়ে ভারতে পাচারের সময় ৮০ হাজার মার্কিন ডলার (ইউএস ডলার) উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বুধবার সকাল সাড়ে ১১টার দিকে দামুড়হুদা উপজেলার ফুলবাড়ি সীমান্ত এলাকায় মালিকবিহীন অবস্থায় ডলারগুলো উদ্ধার করা হয়। বিকেল ৪টায় জাফরপুরে চুয়াডাঙ্গা-৬ বিজিবির ব্যাটালিয়ন সদর দফতরে এক প্রেস ব্রিফিং এ তথ্য জানান চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল শাহ মোহাম্মদ ইশতিয়াক। এ সময় বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, ফুলবাড়ি সীমান্ত এলাকা দিয়ে বিশেষ চোরাচালানি মালামাল পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার সকাল সাড়ে ১১টার দিকে বিজিবির ফুলবাড়ি সীমান্ত ফাঁড়ির কমান্ডার নায়েব সুবেদার আহসান কবির ও টহল কমান্ডার ফারুক হোসেন বিশেষ টহল দল নিয়ে সীমান্ত খুঁটি ৮৫ থেকে ৩০০ গজ বাংলাদেশের ভেতরে অবস্থান নেন। এ সময় অজ্ঞাতনামা এক ব্যক্তি একটি ব্যাগ নিয়ে ভারতের দিকে নিয়ে যেতে দেখে তাকে চ্যালেঞ্জ করে টহল দল। তখন বিজিবির সদস্যরা তাকে ধাওয়া দিলে তিনি ব্যাগটি দূরে ছুঁড়ে ফেলে দৌঁড়ে পালিয়ে যান। পরে ছুঁড়ে ফেলা ব্যাগটি জব্দ করে কাগজে মোড়ানো ৮টি প্যাকেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ৮টি প্যাকেটের প্রতিটি থেকে ১০০ ইউএস ডলারের ১০০টি নোট পাওয়া যায়। যাতে প্রতিটি বান্ডেলে ১০ হাজার ইউএস ডলার রয়েছে। ৮টি বান্ডেলে সর্বমোট ৮০ হাজার ইউএস ডলার উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল শাহ মোহাম্মদ ইশতিয়াক জানান, ইউএস ডলারগুলো ভারতে পাচার করা হচ্ছিলো। উদ্ধারকৃত ডলারের মূল্য বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারণ করা হবে। চুয়াডাঙ্গা সীমান্তে বিভিন্ন সময়ে উদ্ধার করা বিদেশি মুদ্রার মধ্যে চলতি বছর এটাই সবচেয়ে বড় চালান। এ ঘটনায় দর্শনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি উদ্ধার করা ডলারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেয়া হয়েছে।