বিপুল পরিমান জাল টাকার নোটসহ সংঘবদ্ধ চক্রের দুই সদস্য গ্রেফতার

চুয়াডাঙ্গার জীবননগরে অভিযান চালিয়ে বিপুল পরিমান জাল টাকার নোটসহ সংঘবদ্ধ চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। আজ সোমবার দুপুর ১টার দিকে ঝিনাইদহ র‌্যাব-৬ এর  সিনিয়র সহকারী পরিচালক সিনিয়র সহকারি পুলিশ সুপার বজলুর রশিদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, চুয়াডাঙ্গার জীবননগর পৌর শহরের মডার্ণ স্টুডিও এ্যান্ড ষ্টেশনারীর দোকানে কয়েকজন ব্যক্তি জাল টাকাসহ অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গেল রোববার রাতে সেখানে অভিযান চালানো হয়।  এসময় জাল টাকার নোট প্রস্তুত, মজুদ ও ক্রয়-বিক্রয়ের একটি সংঘবদ্ধ চক্রের ২ জন সদস্যকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় ১ লাখ ৪৫ হাজার টাকার জাল নোট।  এরমধ্যে ১৬০ টি ৫০০ টাকার জাল নোট, ৬৫ টি ১ হাজার টাকার জাল নোট ছিল।  জব্দ করা হয় জাল নোট তৈরির সরঞ্জাম ১টি সিপিইউ, ১টি মনিটর, ১ টি প্রিন্টার, ২ টি মোবাইল ফোন, ১ টি মানিব্যাগ ও নগদ ৭২০ টাকা।  গ্রেফতারকৃতরা হলো- ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার পোড়াপাড়া গ্রামের বজলুর রহমানের ছেলে সাজ্জাদ আলম (২৬) ও খুলনা জেলার রূপসা উপজেলার চাঁদপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে জাকারিয়া@মামুন (৩৫)।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের উদ্ধারকৃত মালামালসহ জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।

 

Comments (0)
Add Comment