কার্পাসডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ফুলবাড়ী সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ২০ হাজার মার্কিন ডলার জব্দ করেছে বিজিবি। এ সময় পাচারকারী পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। গতকাল সোমবার চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মাদ জাহিদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চোরাকারবারীরা দামুড়হুদার ফুলবাড়ী সীমান্ত দিয়ে ইউএস ডলার পাচার করবে এমন তথ্য জানতে পারে বিজিবি। পরে ফুলবাড়ী সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যদের সশস্ত্র টহল দল সীমান্ত পিলার ৮৬ থেকে দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ফুলবাড়ি গ্রামের ফুলবাড়ী মাঠের মধ্যে অভিযান চালায়। এ সময় এক ব্যক্তিকে একটি ব্যাগ হাতে ফুলবাড়ী মাঠের মধ্যে দিয়ে পাশের গ্রামে যেতে দেখলে বিজিবি টহল দল তার গতিরোধের চেষ্টা করে। তখন ওই ব্যক্তি তার হাতে থাকা ব্যাগটি ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে বিজিবি টহলদল পালিয়ে যাওয়া ব্যক্তির ফেলে যাওয়া ব্যাগটি জব্দ করে। ব্যাগের মধ্যে দুটি ব্যান্ডেলে ১০০ ইউএস ডলার মানের ২০০টি নোট পাওয়া যায়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মাদ জাহিদুর রহমান বলেন, জব্দকৃত মার্কিন ডলারগুলো বাংলাদেশি টাকায় প্রায় ২১ লাখ ২০ হাজার টাকা। ডলারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে দর্শনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।