দর্শনা অফিস: দর্শনার ছোটবলদিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক মোনতাজের লাশ অবশেষে ফেরত দেয়া হয়েছে। নিহতের ৬ দিনের মাথায় গতকাল শুক্রবার বিকালে দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের কামারপাড়ার সীমান্তের ৮১ মেইন পিলারের বিজিবি-বিএসএফ’র কোম্পানী কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ হস্তান্তর করা হয়। সন্ধ্যার দিকে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে বিএসএফর কাছ থেকে মুন্তাজের লাশ গ্রহণ করে পুলিশ। সন্ধ্যার পরপরই লাশ তুলে দেয়া হয় স্বজনদের হাতে। গতরাত ৮টার দিকে স্থানীয় গোরস্থানে ২ সন্তানের জনক মুন্তাজের লাশ দাফন সম্পন্ন করা হয়েছে।
পতাকা বৈঠকে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-৬ বিজিবির এডি ইমরান হোসেন, দর্শনা সুলতানপুর বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মিজানুর রহমান, দর্শনা থানার ইন্সপেক্টর (অপরেশন) নীখিল চন্দ্র অধিকারী, এসআই স্বপন কুমার সাহা, গেদে বিএসএফ কোম্পানী কমান্ডার এসি নগেন্দ্র পাল, কৃষ্ণনগর সার্কেল পুলিশের ডিএসপি সুভাষ চন্দ্র রায় প্রমুখ।
ভারতের কৃষ্ণগঞ্জ থানার ওসি বাবিন মুখার্জী জানান, সেদিন সকালে এক বাংলাদেশি মহিষ ব্যবসায়ীর মরদেহ থানায় হস্তান্তর করে বিএসএফ সদস্যরা। নিহত ব্যক্তি অবৈধভাবে ভারতের অভ্যন্তরে ঢুকে মহিষ নিয়ে যাচ্ছিলেন বলে জানায় বিএসএফ। ঘটনার দিন মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্তের পর মরদেহ সেখানেই সংরক্ষিত রাখা হয়। আজ মরদেহ আইনি প্রক্রিয়ায় হস্তান্তর করা হলো।
দর্শনা থানার পরিদর্শক (অপারেশন) নিখিল চন্দ্র অধিকারী বলেন, মরদেহ গ্রহণের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।