স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-
ঝিনাইদহের মহেশপুর উপজেলার চাঁদ রতনপুর গ্রামে স্বামীর হাতে দুই সন্তানের জননী রোজিনা খাতুন (২৫) নামে এক গৃহবধু নিহত হয়েছেন। নিহত রোজিনা যশোরের চৌগাছা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের বাবুল মিয়ার কন্যা। দাম্পত্য কলহের জের ধরে বৃহস্পতিবার রাত ১২টার দিকে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। হত্যাকান্ডের পর থেকেই ঘাতক স্বামী মহিদুল ইসলাম পলাতক রয়েছে। খবরের সত্যতা নিশ্চিত করে মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, মহেশপুরের কাজিরবেড় ইউনিয়নের চাঁদ রতনপুর গ্রামে তুচ্ছ ঘটনার জের ধরে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে বটির হাতল দিয়ে স্বামী মহিদুল ইসলাম স্ত্রীর মাথোয় আঘাত করে। এতে ঘটনাস্থলেই স্ত্রীর মৃত্যু ঘটে। শুক্রবার সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় নিহত’র পিতা বাবুল মিয়া শুক্রবার দুপুরে মহেশপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।