ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে করোনায় দুই ছেলের মৃত্যুর মা রাবেয়া খাতুন (৭৫) মারা গেলেন। বৃহস্পতিবার বেলা ১১টায় ঝিনাইদহ কোভিড ডেডিকেটেড হাসপাতালে তিনি মৃত্যুর কোলে ঢুলে পড়েন।
রাবেয়া বেগম কালীগঞ্জ উপজেলার আলাইপুর গ্রামের মৃত সলেমান মোল্লার স্ত্রী।
ঝিনা্রইদহ স্বাস্থ্য বিভাগসূত্র জানিয়েছে, রাবেয়া বেগম বেশ কিছুদিন ধরে সর্দি কাশি জ্বরে ভুগছিলেন। গত শুক্রবার তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে শনিবার তার নমুনা সংগ্রহ করা হয়। সোমবার রাবেয়া বেগমের করোনা পজিটিভ রিপোর্ট আসে। এরপর তাকে নেয়া হয় ঝিনাইদহে কোভিড ডেডিকেটেড হাসপাতালে। এখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি। এর আগে ২২ আগস্ট করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তার বড় ছেলে সাফাউল করিম। এর ৫ দিন পর ২৭ আগস্ট করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন ছোট ছেলে বাবলু করিম। তিনি কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে কর্মরত ছিলেন।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. সুলতান আহমেদ জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তিনি ঝিনাইদহ কোভিড ডেডিকেটেড হাসাপাতালে মৃত্যুবরণ করেন রাবেয়া খাতুন। একই পরিবারের ৩ জনের মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে ভিতি ছড়িয়েছে।