চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর মোটরসাইকেল ইজিবাইক সংঘর্ষে রানা মন্ডল (১৮) নামের এক যুবক নিহত হয়েছে। রানা মন্ডল জয়রামপুর গ্রামের রাজা মন্ডলের ছেলে। বৃহস্পতিবার দুপুর দেড় টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদশীরা জানায়, দুপুরে রানা মোটরসাইকেল যোগে দামুড়হুদার দিকে যাচ্ছিল। এসময় সে চুয়াডাঙ্গা-দর্শনা মহাসড়কের জয়রামপুর মজার পুকুর নামক স্থানে একটি ইজিবাইক ওভারটেক করতে গেলে বিপরিত দিক থেকে আসা অপর ইজিবাইকের সাথে তার ধাক্কা লাগে। এতে সে মোটরসাইকেল থেকে ছিটকে পিট সড়কের উপর পড়ে মারাতœক আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন