দর্শনায় দফায় দফায় বোমা উদ্ধার মামলার কথিত মাস্টারমাইন্ডখ্যাত টগর গ্রেফতার : মিল এলাকায় স্বস্তি 

দর্শনা অফিস: কেরু চিনিকল এলাকাসহ স্থানীয় গ্রামগুলোতে বোমা পুতে রাখার কথিত মাস্টারমাইন্ডখ্যাত কেরুর কর্মচারী রাশেল উদ্দীন টগরকে (৩৫) দর্শনা পুলিশ গ্রেফতার করেছে। গতকাল সোমবার সন্ধ্যা পৌনে ৬টায় তাকে আটক করলে মিল এলাকায় স্বস্তি ফিরে আসে বলে মিল শ্রমিক ও কর্মচারীরা জানিয়েছেন। রাত সাড়ে ১০টার দিকে রিপোর্ট লেখা পর্যন্ত জেলা পুলিশ সুপারের নির্দেশে টগরকে পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদ করছিলো বলে জানা গেছে।

পুলিশ ও এলাকাবাসীরা সাংবাদিকদের জানিয়েছেন, গত ফেব্রুয়ারি মাস জুড়ে কেরু চিনিকল এলাকার মাঠে, দর্শনা থানা এলাকার দক্ষিণ চাঁদপুর কেরুর মাঠে ও আকন্দবাড়িয়া, ঈশ্বরচন্দ্রপুর গ্রামে বোমা রেখে এলাকায় আতঙ্ক সৃষ্টি ও আইন-শৃংখলার চরম অবনতি করার চেষ্টা করা হয়। পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনী এ ঘটনা উদ্ধার করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যায়। অবশেষে পুলিশ ১৬ মার্চ দক্ষিণ চাঁদপুর গ্রামের আব্দুল্লাহ আল মামুন লিপন (২৪) ও  রানা মন্ডলকে (৩৫) বোমা মামলায় আটক দেখানো হয়। এরপর কিছুটা হলেও এলাকায় কে বা কারা বোমা রাখার চেষ্টা করেছিল সে বিষয়ে মানুষ বিভিন্ন মন্তব্য করতে থাকে। শেষমেষ গতকাল সোমবার সন্ধ্যা ৫টা ৪০ মিনিটের সময় দর্শনা বাসস্ট্যান্ডের সুমন কফি হাউসের সামনে থেকে এ ঘটনার মাস্টারমাইন্ডখ্যাত কেরুর কৃষি খামার ক্লার্ক রাশেল উদ্দিন টগরকে দর্শনা পুলিশ আটক করে থানায় নেয়। শুরু হয় অসংখ্য তদবীর পার্টির ছাড়ানোর ইদুর বিড়াল খেলা। চুয়াডাঙ্গা পুলিশ সুপারের নির্দেশে দর্শনা থানার ওসি শহীদ তিতুমির বিভিন্ন কাজে সম্পৃক্ততা থাকার মামলায় চালান করা হবে বলে সাংবাদিকদের জানান। এছাড়া রাশেল উদ্দিন টগর বিগত সরকারের সময় আওয়ামীলীগের নেতাদের সাথে ও বর্তমান বিএনপির মূলধারার লোক বলে মিল এলাকায় প্রচার করে বেড়াতো। তাছাড়া কেরুর ডিস্টিলারির বেশকিছু স্পিরিট চুরির সাথে তার সম্পৃক্ততা থাকায় বেশ কয়েকটি তদন্ত টিম গঠন হলেও কালো টাকা আর কথিত ক্ষমতার বলে রেহায় পেয়েছে বলে মিলের শ্রমিক ও কর্মচারীরা জানান। সব মিলিয়ে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কাছে বিনিত অনুরোধ বোমা রাখার কথিত মাস্টারমাইন্ড রাশেল উদ্দিন টগরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে অবশ্যই সবকিছু খোলোসা হয়ে যেতে পারে বলে সকলের ধারণা। দর্শনা থানার ওসি শহিদ তিতুমীর রাত ১১টায় জানান, রাশেল উদ্দীন টগরকে কিছু ঘটনায় সম্পৃক্ত থাকায় আটক করা হয়েছে। আজ মঙ্গলবার নিয়মিত মামলায় কোর্টে চালান করা হবে এবং রিমান্ডের আবেদন করা হবে।