তরুণ সমাজকে মূল্যবোধ নৈতিকতাসহ দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে

জীবননগরে দেশপ্রেমে তরুণ সমাজকে উদ্বুদ্ধকরণ সম্মেলনে অর্থনীতিবীদ ড. কাজী খলিকুজ্জামান আহমেদ

জীবননগর ব্যুরো: তরুণ সমাজকে মূল্যবোধ, নৈতিকতা, পরার্থপরতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধকরণ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা হলরুমে কিউকে আহমেদ ফাউন্ডেশনের সহযোগিতায় ওয়েভ ফাউন্ডেশন এ সম্মেলনের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফের নির্বাহী পরিচালক ও কিউকে আহমেদ ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট অর্থনীতিবীদ ড. কাজী খলিকুজ্জামান আহমেদ।

মূল্যবোধ সংক্রান্ত জীবননগর উপজেলা তত্বাবধায়ক কমিটির সভাপতি উপাধ্যক্ষ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে দেশের বিশিষ্ট এ অর্থনীতিবীদ বলেন, পরিবার, সমাজ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো হতে মূল্যবোধ, নৈতিকতা, পরার্থপরতা ও দেশপ্রেম চর্চা কমতে শুরু করেছে। ইন্টারনেটের এ যুগে তরুণ সমাজ এনড্রয়েড মোবাইলে বুদ হয়ে থাকার কারণে তারা আজ মূল্যবোধ, নৈতিকতা, পরার্থপরতা ও দেশপ্রেম ভুলতে বসেছে। এ অবস্থা চলতে থাকলে আমরা মূল্যহীন জাতিতে পরিণত হবো। তাই এখন সময় রুখে দেয়ার। আমাদের ভবিষ্যত তরুণ সমাজকে মূল্যবোধ, নৈতিকতা, পরার্থপরা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। প্রধান অতিথি এর পূর্বে স্কুলের শিক্ষার্থীর দেয়া স্টল ও দেয়াল পত্রিকা পরিদর্শন করেন।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ড. কাজী খলিকুজ্জামান আহমেদের সহধর্মীনী ঢাকা বিশ^বিদ্যালয়ের অধ্যাপিকা জাহেদা আহমেদ, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম রাসেল, ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহাসিন আলী, পিকেএসএফের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কিউকে আহমেদ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ড. জসিম উদ্দিন, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল, উপজেলা ইউপি চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীনেশ চন্দ্র পাল ও প্রেসক্লাব সভাপতি এম আর বাবু। ওয়েভ ফাউন্ডেশনের উপ-সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে এছাড়াও বক্তব্য রাখেন হাসাদাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান, জীবননগর সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক যাদব কুমার প্রামাণিক, শিক্ষক মফিজুর রহমান, মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক আব্দুল মান্নান পিল্টু, সাংবাদিক সালাউদ্দীন কাজল, স্কুল শিক্ষিকা ফারজানা আক্তার,  শিক্ষার্থীদের মধ্যে সাদিয়া আক্তার নোভা, ফাইম আলী, নায়িম উদ্দিন, ছাবরিনা জলিল প্রমুখ। শেষে বিভিন্ন কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। এর পূর্বে সংশ্লিষ্ট বিষয়ের ওপর নাটিকা মঞ্চস্থ করে জীবননগর সরকারি বালিকা বিদ্যালয়ের নাটিকা দল।

Comments (0)
Add Comment