ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর ও শৈলকুপা উপজেলায় দুইজন খুন হয়েছেন। এরা হলেন সদর উপজেলার এনায়েতপুর গ্রামের বাদলের ছেলে আতিয়ার রহমান (৪১) ও শৈলকুপা উপজেলার জালশুকা গ্রামে আব্দুর রব।
পুলিশ ও প্রত্যাক্ষদর্শী জানায়, গতকাল মঙ্গলবার সকালে পাওনা টাকা চাইতে গেলে একই গ্রামের আনোয়ার হোসেন আনুর ছেলে আশাদুলের সঙ্গে আতিয়ারের বাক বিতন্ডা হয়। এ সময় রহিম মেম্বার ও স্বপন মাস্টারসহ আরও লোকজন যোগ দেয় আশাদুলের পক্ষে। সবাই এক হয়ে আতিয়ারকে মারপিট করতে থাকে। গুরুতর আহত অবস্থায় আতিয়ার রহমানকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিয়ে স্থানীয় ডাকবাংলা পুলিশ ক্যাম্পের এসআই বিল্লাল হোসেন গতকাল মঙ্গলবার বিকালে জানান, আতিয়ারকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে রয়েছে। এদিকে বেশ কিছুদিন ধরে শৈলকুপা উপজেলার জালশুকা গ্রামে আব্দুর রবের সাথে চাচাতো ভাই হযরতের জমিতে পেয়াজ লাগানো নিয়ে বিরোধ চলছিলো। এ ঘটনার জেরে সোমবার দু ভাইয়ের মধ্যে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষ হয়। এতে আব্দুর রবসহ ৬ জন আহত হয়। আব্দুর রব চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। এ ঘটনায় থানায় মামলা হলেও কেউ গ্রেফতার হয়নি।