ঝিনাইদহে চোর সন্দেহে চুয়াডাঙ্গার একজনকে পিটিয়ে হত্যা

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। নিহত আসান আলী ( ৪৫ ) চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার চেৎলা গ্রামের আবতাব উদ্দিনের ছেলে।
সোমবার রাতে উপজেলার কাপাসহাটি গ্রামে তাকে হত্যা করা হয় বলে হরিণাকুণ্ডু থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান। তিনি গ্রামবাসীর বরাত দিয়ে বলেন, কাপাসহাটি গ্রামের লিটন নামে এক ব্যক্তির নসিমন চুরি করে পালাচ্ছিল চোরেরা। গ্রামবাসী টের পেয়ে ধাওয়া দিয়ে আসান আলীকে ধরে পিটুনি দেয়। গ্রামবাসী তাকে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলেও তার আগেই তার মৃত্যু হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আশরাফুল ইসলাম জানান, হাসপাতালে মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে তাকে আনা হয়। তার আগেই তার মৃত্যু হয়।
লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনা তদন্ত করে দেখছে বলে জানান ওসি মো. সাইফুল ইসলাম।

 

Comments (0)
Add Comment