জীবননগর ব্যুরো: চুয়াডাঙ্গার জীবননগরে রাধা-কৃষ্ণের নকল স্বর্ণের মূর্তিসহ প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে করা হয়েছে। গত মঙ্গলবার গভীর রাতে পুলিশ ক্রেতা সেজে মূর্তি উদ্ধারসহ দুই প্রতারক উপজেলার বেনীপুর গ্রামের রুবেল হক (৩০) ও ওয়াসিম আকরামকে (২৮) গ্রেফতার করে।
জীবননগর থানা সূত্র জানায়, সীমান্ত এলাকায় একটি প্রতারক চক্র সস্তায় স্বর্ণের মূর্তি বিক্রির কথা বলে বিভিন্ন ব্যক্তির নিকট থেকে মোটাঅঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছিলো। এমন অভিযোগ পেয়ে মাঠে নামে পুলিশ। পুলিশ খবর পায় চক্রটি স্থানীয় এক দোকানদারের কাছে রাধা-কৃষ্ণের একটি স্বর্ণের মূর্তি ২৫ লাখ টাকায় বিক্রি নিয়ে দর কষাকষি করছে। খবরের ভিত্তিতে থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) সুখেন্দু বসুর নেতৃত্বে পুলিশের শাদা পোশাক পরিহিত একটি টিম প্রতারক চক্রটিকে ধরতে মঙ্গলবার অভিযানে নামে। রাত ১২টার দিকে বেনীপুর গ্রামের বটতলা এলাকা থেকে ওই গ্রামের মজনু হকের ছেলে রুবেল হক ও আবুল সিদ্দিকীর ছেলে ওয়াসিম আকরামকে মূর্তিসহ গ্রেফতার করে।
জীবননগর থানার ওসি আব্দুল খালেক সাংবাদিকদের নিকট ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়ভাবে পরীক্ষার পর উদ্ধারকৃত রাধা-কৃষ্ণের মূর্তিটি পিতল ও কাষা দিয়ে তৈরি নকল মূর্তি বলে নিশ্চিত হওয়া গেছে। যাতে স্বর্ণের প্রলেপ দিয়ে মানুষকে প্রতারিত করে টাকা হাতিয়ে নিচ্ছিলো প্রতারক চক্রটি। গ্রেফতারকৃদের বিরুদ্ধে মামলা দায়ের করে গতকাল বুধবার চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করা হয়েছে।