জীবননগরের পুরন্দপুর গ্রাম থেকে যুবক অপহরণ : ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি!

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার পুরন্দপুর গ্রাম থেকে হাসান নামে এক যুবককে অপহরণ করার অভিযোগ উঠেছে। অপহরণকৃত যুবককে ফেরত পেতে পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে অপহরণকারী চক্র। এ ব্যাপারে অপহরণকৃত হাসানের পরিবারের পক্ষ থেকে জীবননগর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

জানা গেছে, জীবননগর উপজেলার পুরন্দপুর গ্রামের রবিউল ইসলাম বিশ্বাসের ছোট ছেলে কাজল হোসেন (২২) যশোর এমএম কলেজে লেখাপড়া করার সময় ডলি খাতুন (৩৫) নামের দুই সন্তানের জননীকে বিয়ে করেন। পরে তাদের মধ্যে বনাবনি না হওয়ায় কাজল তার স্ত্রীকে তালাক দেন। তাদের বিবাহ বিচ্ছেদের ঘটনাকে কেন্দ্র করে উভয় পরিবারের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এরপর থেকে ডলির পরিবারের সদস্যরা কাজলকে নানাভাবে হুমকি দিতে থাকেন। এক পর্যায়ে গত শনিবার রাতে কাজলের বড় ভাই হাসানকে বাড়ি থেকে অজ্ঞাত দুর্বৃত্তরা অপহরণ করে নিয়ে যায়।

অপহৃত হাসানের পিতা রবিউল ইসলাম বলেন, শনিবার রাতে পরিবারের সদস্যরা প্রতিদিনের মতো খাওয়া-দাওয়া শেষে যার যার ঘরে ঘুমাতে যায়। রাত ১০ টার দিকে বড় ছেলে হাসান বাড়ির উঠানে টিউবয়েলে পানি আনতে গিয়ে দীর্ঘক্ষণ পরও সে ঘরে ফিরে না আসায় বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি শুরু করা হয়। পরে রোববার ভোর চারটার দিকে হাসানের ফোন থেকে বাড়ির মোবাইলে একটি কল আসে। এসময় অপরপ্রান্ত থেকে বলা হয়, তাকে অপহরণ করা হয়েছে। ১০ লাখ টাকা না দিলে হাসানকে হত্যা করা হবে। অপহরণের এ ঘটনায় সন্দেহ হয় ছোট ছেলে কাজলের তালাক দেয়া স্ত্রী ডলির প্রতি। সে ভাড়া করা সন্ত্রাসী দিয়ে হাসানকে অপহরণ করেছে। এ ঘটনায় ডলি খাতুনসহ অজ্ঞাত ৫-৬ জনকে আসামি করে জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

জীবননগর থানা পুলিশের ওসি মো. সাইফুল ইসলাম বলেন, অপহরণের ঘটনায় একটা অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং অপহৃত হাসানকে উদ্ধারে পুলিশ কাজ করছে।

Comments (0)
Add Comment