জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার উথলীতে ভৈরব নদের পাড় থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে মেহেদী হাসান নামে এক যুবককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কুষ্টিয়া জেলার ভেড়ামারায় মৃত আকুল মিয়ার ছেলে মেহেদী হাসান (২৭) উথলী গ্রামের ঘবঘোপি শ্মশানের পার্শবর্তী ভৈরব নদের পাড় থেকে মাটি কেটে বিক্রি করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবৈধভাবে মাটিকাটা এবং বিক্রি করার সত্যতা পান। এ সময় সরকারি যায়গা থেকে মাটি কেটে বিক্রির অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ মোতাবেক মেহেদী হাসানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এলাকাবাসী জানায়, অভিযুক্ত মেহেদী হাসান নিজেকে সরকার দলীয় প্রভাবশালী নেতাদের আত্মীয় পরিচয় দিয়ে এবং প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তার আত্মীয়ের পরিচয়ে উথলী এলাকায় দীর্ঘদিন ধরে সরকারি যায়গা থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করে আসছে। তার এ অপকর্মের কেউ প্রতিবাদ করলে মেহেদী হাসান তাদেরকে প্রভাবশালী রাজনৈতিক নেতার মাধ্যমে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিতো। অভিযুক্ত মেহেদী হাসানকে জরিমানা করায় এলাকাবাসী জীবননগর উপজেলা প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন।