সভাপতি পদে সেলিম খান এবং সম্পাদক পদে তালিম হোসেন নির্বাচিত
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে-২০২২ আওয়ামী লীগ সমর্থিত প্যানেলে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৯টি পদে এবং বিএনপি সমর্খিত প্যানেলে একজন সহ-সভাপতিসহ ৬টি পদে জয়লাভ করেছে। গতকাল শুক্রবার রাত ৮টায় নির্বাচন পরিচালনা উপ-পরিষদের আহ্বায়ক অ্যাড. আব্দুর রশীদ চৌধুরী ভোট গণণাশেষে ফলাফল ঘোষণা করেন।
বিজয়ী ঘোষণার পর জেলা আওয়ামী লীগ ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জেয়ার্দ্দার ছেলুন ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনসহ দলীয়-নেতাকর্মীরা নব-নির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা এবং অভিনন্দন জানান।
আওয়ামী লীগ সমর্থিত প্যানেলে সভাপতি পদে সেলিম উদ্দিন খান (১১৬) ভোট, সহ-সভাপতি পদে কাইজার হোসেন জোয়ার্দ্দার শিল্পী (১০১) ভোট, সাধারণ সম্পাদক পদে তালিম হোসেন (১০৮) ভোট, যুগ্ম-সম্পাদক পদে সুজাউদ্দিন (১০৩) ভোট, সদস্য পদে মালিক আমানুর রহমান বিপুল (১১০) ভোট, আবু তালেব (৯৬) ভোট, নাজমুল আহসান (১০৩) ভোট, মফিজুর রহমান মফিজ (১০৯) ভোট ও শরিফুল ইসলাম (১১৬) ভোট পেয়ে জয়লাভ করেছেন।
অপরদিকে, বিএনপি সমর্থিত প্যানেলে সহ-সভাপতি পদে আসাদুজ্জামান আসাদ (১০৩) ভোট, যুগ্ম-সম্পাদক পদে আসাদুজ্জামান মিল্টন (১০৫) ভোট, সদস্য পদে আব্দুল্লাহ আল মামুন (৮৫) ভোট, শাহিন আকতার (৯২) ভোট, জহুরুল ইসলাম (১০৮) ভোট ও হামিদুল ইসলাম ইব্রাহিম (১১০) ভোট পেয়ে জয়লাভ করেছেন। নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম সভাপতি পদে ৬২ ভোট ও সাধারণ সম্পাদক পদে খন্দকার অহিদুল আলম মানি খন্দকার ৭১ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
নবনির্বাচিত সভাপতি সেলিম উদ্দিন খান ও সাধারণ সম্পাদক তালিম হোসেন জানান, ভোটাররা বিপুল ভোটে তাদেরকে নির্বাচিত করায় ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ধন্যবাদ জানান।
নির্বাচন পরিচালনা উপ-পরিষদের সদস্য হিসেবে অ্যাড. এমএম মনোয়ার হোসেন ও অ্যাড. শহিদুল হক (২) দায়িত্ব পালন করেন। নির্বাচন পরিচালনা কমিটি জানায়, নির্বাচনে মোট ভোটার ছিলো ১৯৩ জন। এর মধ্যে ১৮৭ জন ভোটার ভোট প্রয়োগ করেন এবং ৯টি ভোট বাতিল হয়।