স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি এমপি ছেলুন জোয়ার্দ্দার আবারও অসুস্থ হয়ে পড়েছেন। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরে রক্তের প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসকরা। এমপি ছেলুন জোয়ার্দ্দারের এমন অসুস্থতার খবর শুনে গতরাতেই চুয়াডাঙ্গা থেকে ঢাকায় রওনা দিয়েছেন তার ছোট ভাই জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক সাবেক চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। তিনি পরিবারের পক্ষ থেকে জেলাবাসীর দোয়া কামনা করেছেন। দোয়া চেয়েছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগরসহ জেলাবাসী অনেকেই।
জানা গেছে, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন শারীরিকভাবে আকস্মিক অসুস্থ হয়ে পড়লে গত ১৪ এপ্রিল তাকে চিকিৎসার উদ্দেশে ভারতের দিল্লি নেয়া হয়। ১৮ এপ্রিল দিল্লির রাজেন্দ্রনগরে মাল্টি স্পেশালিটি হসপিটালে এমপি ছেলুন জোয়ার্দ্দারের অপারেশন সম্পন্ন হয়। সেখান থেকে গত ৩০ এপ্রিল দিল্লি থেকে বিমানযোগে ঢাকায় ফেরেন তিনি। সেই থেকে তিনি ঢাকাস্থ বাসভবনে অবস্থান করছিলেন। শারীরিক অবস্থাও ছিল বেশ ভালো। শিগগিরই তিনি চুয়াডাঙ্গায় ফেরার আশা করছিলেন। এরই মধ্যে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এমপি ছেলুন জোয়ার্দ্দার আকস্মিক অসুস্থ হয়ে পড়েন। তাকে সাথে সাথে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাতে তার দেহে রক্তের প্রয়োজন হয়ে পড়ে। চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের পক্ষ থেকে এমপি ছেলুন জোয়ার্দ্দারের জন্য ‘বি’ নেগেটিভ রক্তের প্রয়োজন বলে ফেসবুকে পোস্টও দেয়া হয়। এমপি ছেলুন জোয়ার্দ্দারের অসুস্থতার খবর শোনার সাথে সাথে চুয়াডাঙ্গা থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন তার ছোটভাই চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। তিনি পরিবারের পক্ষ থেকে ছেলুন জোয়ার্দ্দার এমপির জন্য দোয়া কামনা করেছেন।
এদিকে চুয়াডাঙ্গা-২ আসনের এমপি হাজি আলী আজগার টগর প্রিয় নেতা সোলায়মান হক জোয়ার্দ্দার এমপির সুস্থতা কামনায় জেলাবাসীর দোয়া চেয়েছেন। এছাড়া এমপি ছেলুন জোয়ার্দ্দারের জন্য দোয়া চেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ওবায়দুর রহমান চৌধুরী জিপুসহ জেলার অনেক নেতাকর্মী।