স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহসভাপতি খুস্তার জামিল করোনা আক্রান্ত হয়েছেন। তিনি গতপরশু নমুনা দেন। গতকাল বৃহস্পতিবার তার রিপোর্ট পজেটিভ আসে। এরপর তিনি চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশনে যান। তবে তার সামান্য সর্দি এবং হালকা কাশি ছাড়া তেমন কিছু নেই। এক্স-রে রিপোর্টে ফুঁসফুঁসের অবস্থাও ভালো রয়েছে। তার সুস্থতা কামনায় সকলের নিকট দোয়া চেয়েছেন তিনি।
চুয়াডাঙ্গা জেলা শহরের ফেরিঘাট রোডের বাসিন্দা বিশিষ্ট ঠিকাদার সদালাপী খুস্তার জামিল সম্প্রতি অসুস্থতা বোধ করেন। নিজের উদ্যোগেই তিনি বাড়িতে অবস্থান করতে শুরু করেন। অবাক হলেও সত্য যে, অসুস্থতা বোধ করার পরও তিনি সেলফোনে সাংগঠনিক তৎপরতা অব্যাহত রাখার পাশাপাশি গণমানুষের কল্যাণে কর্মকা- অব্যাহত রাখেন। বুধবার তিনি নমুনা দেন। বৃহস্পতিবার রিপোর্ট আসে। পজেটিভ হওয়ার সাথে সাথে তিনি হাসপাতালে আইসোলেশনে যান। তিনি সকলের নিকট দোয়া চেয়ে বলেছেন, সবসময়ই আমি মানুষের জন্য কাজ করেছি, আগামীতেও করতে চাই। সুস্থ হয়ে সকলের মাঝে ফিরবো ইনশাআল্লাহ। সকলে আমার জন্য দোয়া করুন।
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা ৭ জন করোনা আক্রান্ত রোগী হিসেবে শনাক্ত হয়েছেন। এর মধ্যে ফেরিঘাট রোডের খুস্তার জামিল এবং মুক্তিপাড়ার ৪ জন। বাকি দুজন আলমডাঙ্গার খুদিয়াখালী গ্রামের।