চুয়াডাঙ্গার দামুড়হুদায় আলমসাধু ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক মোটরসাইকেল আরোহী। আজ সোমবার রাত ৮ টার দিকে দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের কাঠালতলা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন আলমসাধু ও একজন মোটরসাইকেলের চালক। নিহতরা হলেন দামুড়হুদা উপজেলার আমডাঙ্গা গ্রামের ইরান আলীর ছেলে আলমসাধু চালক লাল্টু মিয়া (২২) ও সদর উপজেলার আকুন্দবাড়িয়া গ্রামের আব্দুল কায়েসের ছেলে মোটরসাইকেল চালক রিফাত রহমান (২১)। আহত মানিক মিয়া (২০) দর্শনা পৌর এলাকার রামনগর গ্রামের হাফিজুর রহমানের ছেলে। তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন দামুড়হুদা মডেল থানার পরিদর্শক (অপারেশন) সেলিম মোল্লা। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, রাতে কাজ শেষে বাড়ি যাচ্ছিলেন রিফাত ও তার বন্ধু মানিক। এসময় জয়রামপুর গ্রামের কাঠালতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি আলমসাধুর সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ঘ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন আলমসাধু চালক লাল্টু মিয়া। গুরুতর আহত হন রিফাত ও তার বন্ধু মানিক। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক রিফাতকে মৃত ঘোষনা করেন। তিনি আরও জানান, নিহতদের মরদেহ থানায় নেয়া হয়েছে। ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তরিকুল ইসলাম জানান, অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় হাসপাতালে নেয়ার আগেই মারা যান রিফাত। আহত মানিক মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।