চুয়াডাঙ্গায় ৫ হাজার ৯৪ জনের নমুনা পরীক্ষা করে কোভিড-১৯ মোট শনাক্ত ১ হাজার ২৯২ জন

চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত আরও একজনের মৃত্যু : নতুন নমুনা সংগ্রহ ৩৩
স্টাফ রিপোর্টার: করোনা আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ দিয়ে জেলায় মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ জনে। গতকাল শনিবার ভোরে নিজ বাড়িতে মারা যান করোনা আক্রান্ত রোগী আলমডাঙ্গা মাদারহুদার হোমিও চিকিৎসক আব্দুর রশিদ (৬০)। এদিন চুয়াডাঙ্গা জেলা স্বাস্থ্য বিভাগ আরও ৩৩ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া পিসিআর ল্যাবে প্রেরণ করেছে।
চুয়াডাঙ্গা জেলায় শনিবার নতুন ৩৩ জনের নমুনা প্রেরণের মধ্য দিয়ে মোট ৫ হাজার ৯৪ জনের সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রেরণ করে। গত শুক্রবার পর্যন্ত মোট রিপোর্ট এসেছে ৪ হাজার ৯৬২ জনের। যার মধ্যে করোনা পজিটিভ হয়েছে ১ হাজার ২৯২ জনের। মারা গেছেন ৩৪ জন।শনিবার আরও ১০ জন সুস্থ হয়েছেন। এ দিয়ে মোট সুস্থ হলেন ৮৬৯ জন। বর্তমানে হাসপাতালে তথা প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রয়েছেন ৩৪ জন। হোম আইসোলেশন তথা বাড়িতে থেকেই চিকিৎসাধীন ৩৫২ জন। পূর্বের রেফার্ড ৪ জন। নতুন রেফার্ড রোগী নেই। স্বাস্থ্য বিভাগসূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মাদারহুদা গ্রামের মৃত আব্দু রশহমানের ছেলে হোমিও চিকিৎসক আব্দুর রশিদ ১৫/১৬ দিন ধরে সর্দি কাশি জ্বরে ভুগছিলেন। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করানো হয়। তাতে তিনি কোভিড-১৯ রোগে আক্রান্তের বিষয়টি নিশ্চিত হয়। শুক্রবার দিনগতরাতে তার শারীরিক অবস্থার চরম অবনিত ঘটে। শনিবার ভোরে নিজ বাড়িতেই তিনি মৃত্যুবরণ করেন। গতকালই সকাল সাড়ে ১১টার দিকে নিজ গ্রামে স্বাস্থ্যবিধি মেনেই দাফন কাজ সম্পন্ন করা হয়েছে। এদিয়ে জেলায় মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ জন। এর মধ্যে ঢাকায় মারা গেছেন ৩ জন। চুয়াডাঙ্গাতেই মারা গেছেন ৩১ জন। শনিবার চুয়াডাঙ্গার কোন নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া যায়নি।

Comments (0)
Add Comment