চুয়াডাঙ্গার দামুড়হুদা থেকে স্বর্ণের বারসহ আব্দুল জব্বার নামের এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। ১ কেজি ৪শ গ্রাম ওজনের ১৪টি বার আটক করে। যার বাজার মূল্য ৮৮ লাখ ৮২ হাজার টাকা। সোমবার সকালে দামুড়হুদার ছোটবলদিয়া গ্রামের নামক স্থান থেকে আটক করে।
আটক স্বর্ণ চোরাকারবারী আব্দুল জব্বার নঁওগা জেলার কৃঞ্চপুর গ্রামের কাঠখৈল এলাকার ফয়েজ মল্লিকের ছেলে।
চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান জানান, সোমবার সকালে ভারতে স্বর্ণ পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তি বড়বলদিয়া বিওপির একটি টহল দল উপজেলার ছোটবলদিয়া গ্রামের পাঁচকবর এলাকায় অবস্থান নেয়। এ সময় আব্দুল জব্বার নামের এক ব্যাক্তিকে একটি ব্যাগসহ আটক করে। পরে তার ব্যাগ তল্লাশি করে ১৪টি স্বর্ণের বার উদ্ধার করে।
তিনি আরও জানান, এ ঘটনায় বিজিব আটক ব্যাক্তির বিরুদ্ধে দর্শনা থানায় একটি মামলা দায়ের করেছে।