কার্পাসডাঙ্গা প্রতিনিধি/ ভ্রাম্যমান প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর ভারত সীমান্তে বিএসএফ’র গুলিতে এক বাংলাদেশী নিহত হয়েছেন। আজ রোববার (১৮ অক্টোবর) সকালে বিষয়টি জানাজানি হয়। নিহত বাংলাদেশীর মৃতদেহ ভারত অভ্যান্তরে রয়েছে। গরু- মোষ পাচার করে আনাতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষি বিএসএফ’র গুলিতে নিহত হয়েছে নাকি ঘটনার আড়ালে অন্য কোন ঘটনা আছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি বিজিবি। নিহত বাংলাদেশী চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার ভারতসীমান্তবর্তী ঠাকুরপুর গ্রামের ওমেদুল ইসলাম। বয়স আনুমানিক ২২ বছর। সে শহিদুল হকের ছেলে।