মাঝারি শৈত্য প্রবাহে কাপছে চুয়াডাঙ্গা। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এ জেলায়। ভোর থেকেঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। সকালে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারন করেছেন খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। সকাল ৯টার পর সূর্যের দেখা মিললেও মাঝারি শৈত্য প্রবাহে শীত বেশি অনুভূত হচ্ছে। শীতে ব্যাহত হচ্ছে কৃষিকাজ। তীব্র ঠান্ডায় দেখা দিচ্ছে শীতজনিত নানা রোগ। হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা।
আজ সোমবার সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা বলে জানান চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সামাদুল হক। তিনি জানান, গত কয়েকদিন চুয়াডাঙ্গাসহ আশপাশের এলাকায় ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠা নামা করছে। আজ তা কমে ৭ ডিগ্রি সেলসিয়াসে এসে দাঁড়িয়েছে। যা মাঝারি শৈত্য প্রবাহে রূপ নিয়েছে। তাপমাত্রা আরও কমতে পারে বলেও জানান তিনি।