চুয়াডাঙ্গায় করোনা জয়ী তিন ম্যাজিস্ট্রেটকে ফুলেল শুভেচ্ছা জানালেন জেলা প্রশাসক

চুয়াডাঙ্গায় করোনা জয়ী তিন নির্বাহি ম্যাজিস্ট্রেটকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। করোনা শনাক্তের ১৯ দিন পর সুস্থ হয়ে কর্মস্থলে যোগ দিলে তাদের ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।

আজ মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে তাদের ফুলেল শুভেচ্ছা দেয়া হয়। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনিরা পারভীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। করোনা জয়ী ম্যাজিস্ট্রেটরা হলেন-শিবানী সরকার, আমজাদ হোসেন ও খাইরুল ইসলাম।

উল্লেখ্য, গত ১৪ মে তাদের শরীরে করোনা উপসর্গ দেখা দেয়। পরে স্থানীয় স্বাস্থ্য বিভাগ তাদের শরীর থেকে নমুনা সংগ্রহ করে। ১৬ মে নমুনা পরীক্ষায় তারা করোনা শনাক্ত হন। ২৮ মে নমুনা পুনঃপরীক্ষায় তাদের ফলাফল নেগেটিভ আসে। পরে ১৯ দিন পর সুস্থ হয়ে কর্মস্থলে যোগ দেন তারা। এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৯৬ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৯ জন ও মারা গেছেন ১ জন।

 

Comments (0)
Add Comment