চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে ২৬ জন : নতুন আক্রান্ত ২৩

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সিঅ্যান্ডবিপাড়ার বৃদ্ধা হাফিজা খাতুন করোনা আক্রান্ত ছিলেন। তার নমুনা পরীক্ষার রিপোর্ট কোভিড-১৯ পজেটিভ এসেছে। তিনি গত ২০ আগস্ট করোনা উপসর্গ নিয়ে মারা যান। ওইদিনই তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে প্রেরণ করা হয়েছে। হাফিজা খাতুনের মৃত্যু দিয়ে চুয়াডাঙ্গা জেলায় মোট করোনা সংক্রমণে মৃত্যুর সংখা দাঁড়িয়েছে ২৬ জন। অপরদিকে গতকাল সোমবার চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের হাতে ১১৪ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট এসেছে। এর মধ্যে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ২৩ জন।
চুয়াডাঙ্গায় নতুন ২৩ জন নিয়ে মোট করোনা আক্রান্ত রোগীর সংখা দাঁড়িয়েছে ১ হাজার ১৪১ জন। সোমবার আরও ১৬ জন সুস্থতার ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৬৩৯ জন। চুয়াডাঙ্গায় বর্তমানে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রয়েছেন ৩৫ জন। বাড়িতে চিকিৎসা নিচ্ছেন ৪৩৪ জন। নতুন শনাক্ত ২৩ জনের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার ৬ জন, আলমডাঙ্গা উপজেলার ১২ জন, দামুড়হুদা উপজেলার ৩ জন ও জীবননগর উপজেলার দুজন। সোমবার চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের হাতে যে ক’জনের নমুনা পরীক্ষার রিপোর্ট এসেছে এদের সকলেরই পরীক্ষা হয়েছে ঢাকার পিসিআর ল্যাবে। এদিকে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা শহরের সিঅ্যান্ডবিপাড়ার মৃত আকরাম শেখের স্ত্রী হাফিজা খাতুন বেশ কিছুদিন ধরে সর্দি কাশি জ্বরে ভুগছিলেন। শ্বাস কষ্টও বাড়ছিলো। গত ২০ আগস্ট তিনি মারা যান। করোনা উপসর্গ নিয়ে মারা গেলে তার নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। পরীক্ষার রিপোট পেয়ে স্বাস্থ্য বিভাগ নিশ্চিত হয়েছে তিনি করোনা আক্রান্ত ছিলেন। ফলে চুয়াডাঙ্গা জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। আরও বেশ ক’জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। এদিকে চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ সোমবার আরও ৪৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে প্রেরণ করেছে।

 

Comments (0)
Add Comment