চুয়াডাঙ্গায় ঈদের আগের দিন ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ বাবা-মা

 

আফজালুল হক:
চুয়াডাঙ্গা পৌর এলাকায় মাথাভাঙ্গা নদীতে ডুবে আশিক হোসেন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (০৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে পৌর এলাকার সিআ্যন্ডবিপাড়ায় এঘটনা ঘটে। আশিক সিএন্ডবিপাড়ার মাছ ব্যবসায়ী রতন আলীর ছেলে।
পারিবারিক সুত্রে জানা গেছে, নদীর পাড়ে বাড়ি হওয়ায় প্রতিদিনের ন্যায় দুপুরে অন্য বাচ্চারের সঙ্গে গোসল করতে নামে আশিক। এসময় হঠাৎ আশিক পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পৌর ওয়ার্ড কমিশনার মুনছুর আলী মনো দৈনিক মাথাভাঙ্গাকে বলেন, মাথাভাঙ্গা নদীর পাশেই তাদের বাড়ি। পরিবারের অসাবধানতায় পানিতে ডুবে শিশু আশিকের মৃত্যু হয়। ঈদের আগের দিন ছেলেকে হারিয়ে বাবা-মা বাকরুদ্ধ।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সোহরাব হোসেন দৈনিক মাথাভাঙ্গাকে বলেন, পরিক্ষা-নিরিক্ষার পর মৃত ঘোষনা করা হয়েছে। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান দৈনিক মাথাভাঙ্গাকে বলেন, মাথাভাঙ্গা নদীতে গোসল করতে নেমে এক শিশুর মৃত্যু হয়েছে বলে জেনেছি। বিস্তারিত জানতে ঘটনাস্থলে পুলিশের এক দল পাঠানো হয়েছে।

Comments (0)
Add Comment