শীতের শুরুতে কোভিড-১৯ ছড়ানোর শঙ্কায় স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ
স্টাফ রিপোর্টার: শীতের শুরুতে চুয়াডাঙ্গায় করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। গতকাল বৃহস্পতিবার আরও ৭ জন করোনা ভাইরাসজনিত রোগ তথা কোভিড-১০ আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। একই দিনে নতুন আরও ২৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া পিসিআর ল্যাবে প্রেরণ করা হয়েছে।
চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের হাতে গতকাল বৃহস্পতিবার নতুন ২৮ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। এর মধ্যে ৭ জনের পজেটিভ হয়েছে। বাকি ২১ জনের নেগেটিভ। পজেটিভ ৭ জনের মধ্যে ৫ জন চুয়াডাঙ্গা জেলা শহরের দুটি মহল্লার ও অপর দুজন আলমডাঙ্গা উপজেলার। নতুন ৭ জনকে নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৬০ জন। গতকাল আরও ১২ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১ হাজার ৪৬৯ জন। গতরাতে শেষ খবর পাওয়া পর্যন্ত প্রাতিষ্ঠানিক তথা হাসপাতালে আইসোলেশনে ছিলেন ৯ জন, বাড়িতে তথা হোম আইসোলেশনে ছিলেন ৪১ জন। নতুন শনাক্ত ৭ জনের মধ্যে ৫ জন চুয়াডাঙ্গা জেলা শহরের মুক্তিপাড়ার ৪ জন এবং ফেরিঘাট রোর্ডের একজন। আলমডাঙ্গা উপজেলার দুজনই খুদিয়াখালীর।
চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগসূত্র জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার পর্যন্ত জেলার মোট নমুনা সংগ্রহের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৬৫৯ জন। রিপোর্ট পেতে বাকি রয়েছে গতকালের পাঠানো ২৪ জনের। এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৪১ জনের। দীর্ঘদিন ধরেই শীতে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পেতে পারে বলে বিষেজ্ঞরা সতর্ক করে আসছেন। ফলে সকলকে মাস্ক পরাসহ স্বাস্থ’্যবিধি মেনে চলার অনুরোধ জানানো হচ্ছে। নোভেল করোনা ভাইরাস সংক্রমণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেলে আবারও দেশে লকডাউন দিতে হতে পারে। বিশে^র অনেক দেশেই পরিস্থিতি বেশামাল হয়ে পড়ার কারণে লকডাউনে যেতে হয়েছে। এখনও পর্যন্ত ভ্যাকসিন পরীক্ষা নিরীক্ষার মধ্যেই রয়েছে। কবে নাগাদ প্রতিশেধক আসবে তা এখনও নিশ্চিত নয়। ফলে ভয়াবহ ছোঁয়াছে এ ভাইরাস থেকে নিজেকে এবং অন্যকে রক্ষা করতে স্বাস্থ্যবিধি মেনে চলা ছাড়া আপাতত বিকল্প নেই।