চুয়াডাঙ্গায় আরও ৭ জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় আরও ৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। নতুন আরও ৩০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া পিসিআর ল্যাবে প্রেরণ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত নতুন ৭ জনের মধ্যে জেলা শহরের দুজন, আলমডাঙ্গার ১জন ও জীবননগর উপজেলার ৪ জন। এ দিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫শ ৭০ জন। গতকাল সোমবার আরও ৩ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১ হাজার ৪শ ৭২ জন। গতরাতে শেষ খবর পাওয়া পর্যন্ত আক্রান্তদের মধ্যে ৭ জন প্রাতিষ্ঠানিক তথা হাসপাতালে ও ৫০ জন হোম বা বাড়িতে আইসোলেশনে ছিলেন। চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খুস্তার জামিলের শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে। তিনি তার আশু রোগ মুক্তি কামনায় আবারও সকলের নিকট দোয়া চেয়েছেন।
চুয়াডাঙ্গা জেলা স্বাস্থ্য বিভাগসূত্রে জানা গেছে, গতকাল নতুন ৩০ জনের নমুনা সংগ্রহ দিয়ে মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৬ হাজার ৭শ ৫৫ জনের। এর মধ্যে রিপোর্ট এসেছে ৬ হাজার ৫শ ৫২ জনের। গতকাল যে ৭ জন নতুন করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে তার মধ্যে চুয়াডাঙ্গা জেলা শহরের মাস্টারপাড়া ও ভিমরুল্লাহর দুজন। আলমডাঙ্গা উপজেলার একজন মাদরাসাপাড়ার বাসিন্দা। জীবননগর উপজেলার ৪ জনের মধ্যে একজন আশতলাপাড়ার, দুজন কাদীপাড়ার, একজন কালার বাসিন্দা। এদিকে করোনা ভাইরাস সংক্রমণ রোধে জেলা কমিটি নতুন করে তৎপরতা শুরু করেছে। প্রচার প্রচারণা বৃদ্ধির পাশাপাশি জেলার কোথাও কোনো কোচিং হচ্ছে কি-না তা যেমন নজরদারিতে রেখেছে, তেমনই স্টেশন, বাসস্ট্যান্ড, হাট বাজার, বিপণী বিতানে স্বাস্থ্যবিধি মেনে চলতে বাধ্য করার অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পরিমাণও দিন দিন বৃদ্ধি করছে। যদিও শহরের মাস্ক পরাসহ সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার খুব একটা নজির মিলছে না। স্বাস্থ্যবিধি মেনে না চললে নোভেল করোনা ভাইরাস শীতের মধ্যে আশঙ্কাজনকহারে ছড়াতে পারে। ফলে সকলকে বারবারই সতর্ক হওয়ার তাগিদ দেয়া হচ্ছে।

 

Comments (0)
Add Comment