স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা স্বাস্থ্য বিভাগের হাতে মঙ্গলবার ২৩ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট এসেছে, এর মধ্যে কোভিড-১৯ শনাক্ত হয়েছে ৭জন। সুস্থতার ছাড়পত্র পেয়েছেন আরও ৩২ জন। আক্রান্তের তুলনায় সুস্থ হওয়ার সংখ্যা বেড়ে ৭ গুণের বেশি দাঁড়িয়েছে। করোনা আক্রান্তের সংখ্যা হ্রাস পেলেও আসন্ন শীতে পরিস্থিতি কোন দিকে যাবে তা নিয়ে এখনও নিশ্চিত হতে পারছে না স্বয়ং স্বাস্থ্য বিভাগ।
হঠাৎ কেনো করোনা সংক্রমণ কমলো? এ প্রশ্নের জবাবও এখন পর্যন্ত স্পষ্ট নয়। দ্বিতীয় দফা সংক্রমণ মহামারী আকারে রূপ নিতে পারে বলেও অনেকের আশঙ্কা। তবে বর্তমান পরিস্থিতিতে আসস্ত প্রায় সকলে। গতকাল মঙ্গলবার নতুন ৭ জনের শনাক্ত দিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৩১২ জন। সুস্থ হয়েছেন মোট ৯৩২ জন। নতুন ৭জন আক্রান্তের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার ৩ জন, আলমডাঙ্গার ৩ জন ও দামুড়হুদার একজন। গতকাল শেষ খবর পাওয়া পর্যন্ত হাসপাতালে তথা প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রয়েছেন ২৪ জন। হোম তথা বাড়িতে হোম আইসোলেশনে রয়েছেন ৩২৯ জন। এ পর্যন্ত চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৪ জন।
নতুন যে ৭ জন আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে চুয়াডাঙ্গার কলেজপাড়ার একজন, বদরগঞ্জের দুজন, আলমডাঙ্গার ঘোষবিলার একজন, আনন্দধামের একজন, দুর্লভপুরের একজন, দামুড়হুদার আরামডাঙ্গার একজন।