স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় সিয়াম আহমেদ (১৩) নামে স্কুলছাত্র নিহত হয়েছেন। বুধবার দুপুর দুইটার দিকে গোকুলখালী ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। হাপানিয়া পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। নিহত সিয়াম আহমেদ আলমডাঙ্গা কয়রাডাঙ্গা গ্রামের জুমাত আলীর ছেলে। হাপানিয়া পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, দুপুরে স্কুল ছুটির পর বাইসাইকেলযোগে মেহেরপুরের দিকে যাচ্ছিলো সিয়াম। এসময় মেহেরপুর থেকে চুয়াডাঙ্গাগামী দ্রুতগতির একটি অ্যাম্বুলেন্স সিয়ামকে ধাক্কা দিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা আছে। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।