স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় প্রাণ কোম্পানির চিপস নকল করে নিজ প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে বাজারজাত ও বিক্রির অভিযোগে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা রেলগেট সংলগ্ন অনন্যা ফুড প্রোডাক্টসে অভিযান চালানো হয়। জব্দ করা হয় ২৬ বস্তা নকল চিপস ও বাজারজাতের সরঞ্জাম।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সজল আহমেদ জানান, নকল চিপস উৎপাদনের গোপন সংবাদের ভিত্তিতে অনন্যা ফুড প্রোডাক্টসে অভিযান চালানো হয়। এ সময় প্রাণ কোম্পানির জিরোস চিপস নকল করে অনন্যা ফুড প্রোডাক্টসের নামে প্রস্তুত করা বেশ কয়েক বস্তা চিপসের সন্ধান পাওয়া যায়। জব্দ করা হয় চিপস বাজারজাতের সরঞ্জাম। চিপস তৈরি ও বাজারজাতকরণে ওই প্রতিষ্ঠানটি বিএসটিআই’র কোনো অনুমোদন নেয়নি। চিপসগুলো অনুমোদনহীন ও নিম্নমানের। বিএসটিআইয়ের অনুমোদন না থাকলেও প্যাকেটে বিএসটিআইয়ের লোগো, প্যাকেটের গায়ে লেখা নিউট্রিশন ফ্যাক্টস ভ্যালুর নেই কোন প্রামাণিক দলিল। বাজার থেকে কিনে এনে হুবহু প্রাণ জিরোস প্যাকেট নকল করে তৈরি ও বাজারজাত করা হচ্ছে নিম্নমানের চিপস। তিনি আরও জানান, পণ্যের নকল প্রস্তুত ও বাজারজাত করার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫০ ধারায় প্রতিষ্ঠানের মালিক সাইজুল ইসলামকে এক লাখ টাকা জরিমানা করা হয়। জব্দ করা হয় ২৬ বস্তা নকল চিপস। পরে সেগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় প্রাণ কোম্পানির খুলনা বিভাগীয় ও জেলা প্রতিনিধি উপস্থিত ছিলেন। অভিযানে সহযোগীতা করে জেলা পুলিশের একটি দল।