বাংলাদেশের আকাশে রোববার চাঁদ দেখা না যাওয়ায় ঈদুল ফিতর আগামী মঙ্গলবার উদযাপন হবে। আজ রোববার সন্ধ্যার পর জাতীয় চাঁদ দেখা কমিটির এই সিদ্ধান্ত জানান ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল। এই সিদ্ধান্ত অনুসারে রমজান মাস ৩০ দিনের হবে, মঙ্গলবার শাওয়াল মাস শুরু হবে।
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সাধারণত বাংলাদেশের এক দিন আগে চাঁদ দেখা যায়। এবার সৌদি আরবে ঈদুল ফিতর হবে সোমবার। প্রতিমন্ত্রী ফরিদুল সংবাদ সম্মেলনে বলেন, “রোববার বাংলাদেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখার খবর পাওয়া যায়নি। সেই হিসেবে সোমবার ৩০ রমজান পূর্ণ হবে এবং মঙ্গলবার বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে।” হিজরি সালের রমজানে এক মাস সিয়াম সাধনার পর শাওয়াল মাসের প্রথম দিনে ঈদুল ফিতর উদযাপন করেন মুসলমানরা।