দামুড়হুদা অফিস: দামুড়হুদা দেউলীর মোড়ে গরুভর্তি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জান্নাতুল ফেরদৌস নামে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত জান্নাতুল ফেরদৌস দর্শনা থানাধীন জয়নগর গ্রামের মিঠু মিয়ার মেয়ে। গতকাল দুপুরে তার নানাবাড়ি দেউলী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকসহ চালককে থানা হেফাজতে নিলেও নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না পাওয়ায় তাকে ছেড়ে দেয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানাগেছে, দামুড়হুদা উপজেলার দেউলী গ্রামের মোড়পাড়ার নবির উদ্দীনের মেয়ে রত্না খাতুনের সাথে পাঁচ বছর আগে দর্শনা থানাধীন জয়নগর গ্রামের মিঠু মিয়ার বিয়ে হয়। বিয়ের বছরখানেক পর তাদের কোলজুড়ে সন্তান আসে জান্নাতুল। পিতা-মাতার দাম্পত্য কলহের জেরে জান্নাতুল ও তার মা নানার বাড়িতেই থাকতো। গতকাল সোমবার দুপুরে নানী ও মায়ের সাথে দামুড়হুদা বাজারে যায় জান্নাতুল। দামুড়হুদা থেকে ফিরে নানাবাড়ির সামনে মেইন রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলো জান্নাতুল। এ সময় দৌড়ে রাস্তা পার হওয়ার সময় কার্পাসডাঙ্গা থেকে ছেড়ে আসা গরুভর্তি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৪-৩৭৮৩) জান্নাতুলকে স্বজরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই গুরুতর আঘাত পেয়ে তার মৃত্যু হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. রুকসানা পারভিন মৃত ঘোষনা করেন। এদিকে, এলাকাবাসী চালকসহ ট্রাকটি আটক করে। খবর পেয়ে দামুড়হুদা মডেল থানার ওসি ফেরদৌস ওয়াহিদ ও সেকেন্ড অফিসার এসআই ইমাম মোর্ত্তজা রাজিব সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। সেই সাথে আটক ড্রাইভার ও ট্রাকটি পুলিশ হেফাজতে নেয়। মায়ের সামনেই মেয়ের মর্মান্তিক মৃত্যুতে হতবিহ্বল হয়েপড়ে মা। তাদের আহাজারিতে গ্রামের বাতাস ভারী হয়ে উঠে। গ্রামে নেমে আসে শোখের ছায়া। তার মরদেহ দেখতে ছুটে আশে গ্রামের সর্বস্তরের মানুষ। মাগরিবের নামাজের পর দেউলী বড় মসজিদে জানাজা শেষে নিহতের দাফন সম্পন্ন হয়েছে। দামুড়হুদা মডেল থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, দুর্ঘটনার পরপরই চুয়াডাঙ্গা সদর উপজেলার সাতগাড়ি গ্রামের শামসুল আলমের ছেলে ট্রাকচালক বেলাল হোসেনকে থানা হেফাজতে নেয়া হয়েছে। এছাড়াও ট্রাকটিও জব্দ করা হয়। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না পাওয়ায় ট্রাক ও চালককে ছেড়ে দেয়া হয়েছে।