মেহেরপুরে মতবিনিময়কালে ইসি আহসান হাবিব
মেহেরপুর অফিস: ভোট কেন্দ্রে কোনো প্রকার কারচুপি এবং ভোটাররা বাধাগ্রস্ত হলে সেই কেন্দ্রের ভোট স্থগিত করা হবে। পরবর্তীতে পুরো এলাকা নিরাপত্তা বলয় তৈরি করে ভোটারদের নিয়ে এসে আবার ভোট গ্রহণ করা হবে। সুষ্ঠু নিরপেক্ষ ভোটের বিষয়ে কমিশনের অবস্থান জিরো টলারেন্স। সব প্রার্থীই কমিশনের কাছে সমান। নিরপেক্ষ ভোটের ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নেই। উপরোক্ত কথাগুলো বলেছেন, কমিশন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মেহেপুর জেলা প্রশাসক কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে উপরোক্ত তিনি এ কথাগুলো বলেন তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেপুর ও চুয়াডাঙ্গার জেলার চারটি আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী, রিটার্নিং অফিসার, আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময়সভা শেষে সাংবাদিকদের বিফ্রিং করেন তিনি। বিএনপির নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে তিনি বলেন, নির্বাচন কমিশনকে বিএনপি স্বীকারই করে না। তাদের নির্বাচনে নিয়ে আসতে চেষ্টার কোনো ত্রুটি ছিল না। তাদের পা ধরতে বাকি রাখছি। ব্যক্তিগতভাবেও আমি চেষ্টা করেছি। নির্বাচনী মাঠে অনিয়ম থাকলে তার যথাযথ প্রমাণ সাপেক্ষে তুলে ধরার আহবান জানিয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, কোথাও কারচুপি কিংবা ভোটারদের বাধাগ্রস্ত হলে ভোট গ্রহণ বন্ধ করে দেয়া হবে। নির্বাচনের সাথে সম্পৃক্ত রিটার্নিং কর্মকর্তা থেকে শুরু করে যারাই দায়িত্ব পালন করবেন তাদের কারও কোনো অনিয়ম ছাড় দেয়া হবে। কেউ অন্যায় করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। বিদেশি পর্যটকদের অংশগ্রহণের বিষয়ে সাংবাদিকরদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সকলের জন্য নির্বাচন পর্যবেক্ষণ উন্মুক্ত। তবে বৈদেশিক কিংবা অর্থনৈতিক চাপ নেই। নির্বাচন কমিশন সম্পূর্ণ চাপমুক্ত বলেও তিনি দাবি করেন। নির্বাচন কমিশন শক্তিশালী উল্লেখ করে তিনি আরও বলেন, আমাদের সাথে মিলে যাচ্ছে সরকারের সদ্দিচ্ছা। তাই ভালো নির্বাচন হবে। প্রার্থীদেরকে বলে দিয়েছি আমাদের অবস্থানের কথা। সেনাবাহিনীসহ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। এর আগে বিকেল চারটায় মেহেরপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মতবিনিময় সভা শুরু হয়। সেখানে দুই জেলার ৪টি আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছাড়াও, বিজিবি, র্যাব, পুলিশ, আনসার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা প্রশাসক শামীম হাসান। আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ডক্টর কিসিঞ্জার চাকমা, মেহেরপুর পুলিশ সুপার এসএম নাজমুল হক, চুয়াডাঙ্গা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান প্রমুখ। গতকাল মঙ্গলবার মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে মেহেরপুরে জেলা প্রশাসক শামীম হাসানের সভাপতিত্বে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা, মেহেরপুরের পুলিশ সুপার এসএম নাজমুল হক, চুয়াডাঙ্গা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, জেলা নির্বাচন কর্মকর্তা মো. ওয়ালীউল্লাহসহ র্যাব-পুলিশ ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. রনী খাতুন। এছাড়া প্রার্থীদের মধ্যে মেহেরপুর-১ আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ফরহাদ হোসেন, স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আব্দুল মান্নান, মেহেরপুর-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু সালেহ মো. নাজমুল হক সাগর, স্বতন্ত্র প্রার্থী মো. মকবুল হোসেন, চুয়াডাঙ্গা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, স্বতন্ত্র প্রার্থী দিলীপ কুমার আগরওয়ালা, চুয়াডাঙ্গা-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলী আজগর টগর, স্বতন্ত্র প্রার্থী হাসেম রেজাসহ মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার চারটি আসনের প্রার্থীরা উপস্থিত ছিলেন।