স্টাফ রিপোর্টার: করোনা উপসর্গ নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন এক ব্যক্তি মারা গেছেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে হাসপাতালের হলুদজোনে আইসোলেশনে মারা যান তিনি। স্বাস্থ্য বিধি মেনে রাতেই শেষকৃত্ত সম্পন্ন করার প্রস্তুতি নেয়া হচ্ছে।
করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তি গৌরচন্দ্র বিশ্বাস চুয়াডাঙ্গার আলমডাঙ্গা শহরের রথতলার বাসিন্দা ছিলেন। তিনি জতিচন্দ্র বিশ্বাসের ছেলে। পারিবারিকসূত্র জানিয়েছে, গৌরচন্দ্র বিশ্বাসের বয়স হয়েছিলো আনুমাকি ৬০ বছর। তিনি কয়েকদিন ধরে স্বর্দি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। সোমবার (২০ জুলাই) আলমডাঙ্গা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স তথা হারদী হাসপাতালে তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। নমুনা দেয়ার পর ওইদিনই সন্ধ্যায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হন। তাকে হলুদ জোনের আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিলো। তার করোনা পরীক্ষার রিপোর্ট চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের হাতে আসার আগেই মারা গেলেন তিনি।
চুয়াডাঙ্গায় এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৬ জন। উপসর্গ নিয়ে মারা গেছেন আরও তিন জন।