উপজেলা সম্মেলনে তৃণমূলের ইচ্ছের প্রতিফলন ঘটেছে

আলমডাঙ্গায় দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে এমপি ছেলুন জোয়ার্দ্দার

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। গতকাল শনিবার বিকেলে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে মতবিনিময় করেন। এ সময় তিনি বলেন, আশাকরি সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের শীর্ষ দুই নেতৃত্ব নির্বাচনে তৃণমূলের ইচ্ছের প্রতিফলন ঘটেছে। সকলের ইচ্ছের মর্যাদা দিয়ে অচিরেই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। নতুন কমিটি সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলার কাজ ত্বরাšি^ত করবে বলে বিশ্বাস করি।

মতবিনিময় সভায় নবনির্বাচিত উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু মুছার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাড. আব্দুর রশিদ মোল্লা, প্রশান্ত অধিকারী, সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু বিশ^াস, বন ও পরিবেশ সম্পাদক শহিদুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য শাহ আলম, সিরাজুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মতিয়ার রহমান ফারুক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী আলহাজ লিয়াকত আলী লিপু মোল্লা, সাবেক চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টু, নুরুল ইসলম, উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, পৌর আওয়ামী লীগের যুগ্মসম্পাদক সাইফুর রহমান পিন্টু,  রাজাবুল হক মনা, ইউপি চেয়ারম্যান আশিকুজ্জামান অল্টু, তরিকুল ইসলাম। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টারের উপস্থাপনায় উপস্থিত ছিলেন অ্যাড. মোখলেছুর রহমান, বণিক সমিতির সাধারণ সম্পাদক কামাল হোসেন, পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাসুদ সালেহীন উৎপল, কাউন্সিলর জহুরুল ইসলাম স্বপন, আব্দুল গাফফার, আওয়ামী লীগ নেতা মহসিন কামাল, পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সোনা উল্লাহ, জাহাঙ্গীর হোসেন, লাভলু, আসমান মালিথা, কালিদাসপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন, সম্পাদক মোল্লা কামরুজ্জামান শামিম, যুগ্মসম্পাদক মিজানুর রহমান জমির, সাংগঠনিক সম্পাদক এমদাদ, রুবেল, লিংকন, জিয়া, ভাংবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাজিবার রহমান, বাড়াদী ইউনিয়ন আওয়মী লীগের মকবুল হোসেন, কুমারী ইউনিয়ন আওয়ামী লীগের আব্দুর রাজ্জাক, রানা মণ্ডল, কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, যুগ্মসম্পাদক হাসানুজ্জামান, অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম, ছাত্রলীগ নেতা সাকিব, রকি, টিটন, শিহাব, মিরাজুল ইসলাম রঞ্জু প্রমুখ।

Comments (0)
Add Comment