টান টান উত্তেজনা ও উৎসবমুখর পরিবেশ
আলমডাঙ্গা ব্যুরো: আজ শনিবার আলমডাঙ্গা বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন। আলমডাঙ্গার সবচে বড় ব্যবসায়ী সংগঠন বণিক সমিতির নির্বাচনকে ঘিরে শহরে বিরাজ করছে টানটান উত্তেজনা ও উৎসবমুখর পরিবেশ। প্রার্থীদের ছবি ও প্রতীক সংবলিত পোস্টারে শোভিত হয়েছে পুরো শহর। মোড়ে মোড়ে চায়ের দোকান ও হোটেলগুলোতে আলোচনার একটাই উপলক্ষ-বণিক সমিতির নির্বাচন। পুরো শহর এখন ক্যানভাসের শহর। আজ সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত বণিক সমিতির কার্যালয়ে চলবে ভোটগ্রহণ। ইতোমধ্যে নির্বাচন কমিশন নির্বাচনী সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। চরম প্রতিদ্বন্দ্বিতামূলক এবং উদ্দীপনাময় এই নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন প্রার্থী। তিনজনের মধ্যে বর্তমান সভাপতি আরেফিন মিয়া মিলন লড়ছেন ছাতা প্রতীক নিয়ে, সাবেক সভাপতি হাজি মকবুল হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন দোয়াত কলম নিয়ে ও সাইফুল ইসলাম লিটনের প্রতীক চাকা। সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪জন। এদের মধ্যে কামরুজ্জামান হীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন মাছ প্রতীক নিয়ে, রফিকুল আলম চশমা, হাফিজুর রহমান দেয়াল ঘড়ি ও হামিদুল ইসলাম মাস্টার বটগাছ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুজন। বর্তমান সাধারণ সম্পাদক কামাল হোসেন আনারস প্রতীক নিয়ে ও খন্দকার আব্দুল্লারু-আল মামুন বাইসাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সহ-সাধারণ সম্পাদক পদে ৪ জনের মধ্যে জাহাঙ্গীর আলম গোলাপ ফুল প্রতীক, বাবলুর রহমান ডাব প্রতীক, বদর উদ্দিন হাঁস প্রতীক ও শরিফুল ইসলাম বাঘ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাংগঠনিক সম্পাদক পদে ২ জনের মধ্যে আব্দুল লতিফ মই ও আমিরুল ইসলাম লিটন চেয়ার প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কোষাধ্যক্ষ পদে ২ জনের মধ্যে বর্তমান কোষাধ্যক্ষ আলাউদ্দিন মোরগ প্রতীক ও সোহানুর রহমান বাবুল হাতী প্রতীক নিয়ে লড়ছেন। দপ্তর সম্পাদক পদে ২ জনের মধ্যে ইফতেখার আহমেদ টিয়া পাখি ও শফিউল আলম মিলন কলম প্রতীক নিয়ে লড়ছেন। ক্রীড়া সম্পাদক পদে ২ জনের মধ্যে মাসুদ রানা ফুটবল ও হাবিবুর রহমান আম প্রতীক নিয়ে লড়ছেন। ধর্ম সম্পাদক পদে ২ প্রার্থীর মধ্যে আসাদুল হক তারা প্রতীক ও রেজাউল করীম মিনার প্রতীক নিয়ে লড়ছেন। এছাড়া নির্বাচনে সদস্য পদে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এদের মধ্যে ১জন মনোনয়নপত্র জমা দেননি ও দুইজন মনোনয়ন পত্র প্রত্যাহার করায় বাকী সদস্য পদে ১০ জন সদস্য বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।