স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গাসহ পাশর্^বর্তী এলাকার আকাশে কখনো মেঘ, কখনো ঝলমলে প্রখোর রোদ। মাঝে মাঝে হালকা বৃষ্টি। এভাবেই কেটেছে শনিবার। আজ রোববার বৃহত্তর কুষ্টিয়াসহ দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টির পরিমাণ বাড়বে। এরকমই পূর্বাভাস দিয়ে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় একই রকম থাকতে পারে।
দেশের সর্বোচ্চ তাপমাত্রা শনিবার সিলেটে ৩৬ দশমিক ৪ ও সর্বনিম্ন যশোরে ২২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৩ দশমিক ৫ ও সর্বনিম্ন ২৬ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গায় সারা দিনে ৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দেশের সর্বাধিক বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কুষ্টিয়ার কুমারখালী ৭৫ মিলিমিটার। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ বিরাজ করছে। মৌসুমি বায়ু দেশের ওপর মোটামুটি সক্রিয়। উত্তর বঙ্গোপসাগারের অন্যত্র মাঝারী থেকে প্রবল অবস্থায় বিরাজ করছে মৌসুমি বায়ু। রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়, ঢাকা বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেটের কোথাও কোথায় বিক্ষিপ্তভাবে মাঝারী ধলনের ভীর ভারী বর্ষণ হতে পারে। ৪৮ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি বৃদ্ধি পেতে পারে। ৫ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।