স্টাফ রিপোর্টার: শেখ হাসিনার উন্নয়নের ধারা পৌঁছে দিতে ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে মেহেরপুর জেলা যুব মহিলা লীগের সমাবেশের আয়োজন করা হয়। গতকাল শুক্রবার বিকেলে মেহেরপুর সদর উপজেলা আমদহ ইউনিয়ন যুব মহিলা লীগের উদ্যোগে আমদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়। আমদহ ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি রেহানা খাতুনের সভাপতিত্বে বাংলাদেশ যুব মহিলা লীগ মেহেরপুর শাখার সাধারণ সম্পাদিকা রুথ শোভা মন্ডলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়নের কথা বলে শেষ করা যাবে না। আপনারা দেখেছেন এ সরকারের আমলে ভৈরব নদ খনন করা হয়েছে। নদের পাশ দিয়ে ওয়ার্ক ওয়ে করা হয়েছে। যুবক-বৃদ্ধ সব বয়সের মানুষ ওই পথে হাঁটা চলা করছে। আওয়ামী লীগ সরকারের সাথে বিএনপি-জামায়াত সরকারের তুলনা করা যাবে না। বিএনপি জামায়াত সরকারের সময় লাইন দিয়ে সার কিনতে হতো। সকালে উঠে শুধু খারাপ সংবাদ শুনতে হতো। খুন-খারাবি ও চুরি-ডাকাতি ছিলো নিত্য-নৈমিত্তিক ব্যাপার। এখন মানুষ আরামে ঘুমাতে পারছে। নেই খুন-খারাবি আর চুরি-ডাকাতি। এখন গ্রাম আর গ্রাম নেই পরিণত হয়েছে শহরে। মেহেরপুরে আমরা ১১ তলা ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল তৈরি করছি। যার ৮ তলা পর্যন্ত ইতোমধ্যে নির্মাণ সম্পন্ন হয়েছে। আমরা নার্সিং ইন্সিটিটিউট তৈরি করেছি। ৪ লেনের মেহেরপুর-কুষ্টিয়া সড়ক নির্মাণ শুরু করেছি। আমরা জেলাতে ও উপজেলাতে মডেল মসজিদ নির্মাণ করেছি। যেখানে পুরুষের পাশাপাশি মেয়েদের নামায পড়ার ব্যবস্থা রয়েছে। এই আমদহ ইউনিয়নের বিভিন্ন গ্রামে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের পুনঃনির্মাণ শেষ হয়েছে। আমরা এ ইউনিয়নের বামনপাড়ায় ভোকেশনাল স্কুল, বন্দরে টেক্সটাইল স্কুল অ্যান্ড কলেজ তৈরি করেছি। রাস্তা-ঘাটের উন্নয়ন করেছে। এখন গ্রাম ও গ্রামের মাঠের শতভাগ বিদ্যুতের ব্যবস্থা করেছি। দেশে উন্নয়নের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। আসুন সামনের নির্বাচনে আমরা শেখ হাসিনার হাতকে শক্তিশালি করি। বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত নৌকার প্রার্থীকে জয়যুক্ত করি।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য সৈয়দা মোনালিসা ইসলাম, আমদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. কাজী শহিদুল হক, আমদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রওশন আলী। আরও উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি লুৎফুন্নেছা লতা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বারিকুল ইসলাম লিজন, আমদহ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আতিয়ার রহমান হিরা, জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা ও আমদহ ৯নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রুস্তম আলী, মেহেরপুর জেলা ইয়াং বাংলা ফিউচার লিডার্সের সহ-সভাপতি ও মেহেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন আহমেদ সহ বিভিন্ন নেত্রী ও কর্মীরা উপস্থিত ছিলেন।