ভারতীয় প্রভুদের নির্দেশে সীমান্তে অনুপ্রবেশ করা ১৭ সন্ত্রাসী নিহত : পাকিস্তান

মাথাভাঙ্গা মনিটর: সীমান্তের কাছে খাইবার পাখতুনখোয়ায় অনুপ্রবেশের সময় পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ১৭জন সন্ত্রাসীকে হত্যা করেছে। গতকাল সোমবার দেশটির সেনাবাহিনীর মিডিয়া শাখা-আইএসপিআর এ কথা জানিয়েছে। মাত্র একদিন আগে একই অঞ্চলে সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করার সময় ৫৪ জন সন্ত্রাসীকে হত্যা করেছিল পাকিস্তানের সেনাবাহিনী। পাকিস্তানের আইএসপিআর বিবৃতিতে উল্লেখ করেছে, আফগানিস্তান সীমান্তবর্তী উত্তর ওয়াজিরিস্তান জেলার হাসান খেলের আশেপাশের এলাকায় একটি অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় আরও ১৭ জন খারিজি, যারা তাদের ভারতীয় প্রভুদের নির্দেশে কাজ করছিল, তাদের খুঁজে বের করে সফলভাবে নির্মূল করা হয়। তিন দিনের অনুপ্রবেশ-বিরোধী অভিযানে নিহত খারিজির সংখ্যা বেড়ে ৭১জনে দাঁড়িয়েছে।