পাকিস্তানের বেলুচিস্তানে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণের ঘটনা ঘটেছে

মাথাভাঙ্গা মনিটর : পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, নাল বাজার এলাকার কাছে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে পাশে থাকা গাড়িতে আগুন লেগে যায়। এর ফলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দেশটির আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে, একটি মোটর সাইকেলে আইইডি রাখা হয়েছিল। বিস্ফোরণের পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় । আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয়।এবং ওই এলাকা ঘিরে রাখা হয়েছে। বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মির সরফরাজ এই বিস্ফোরণের নিন্দা জানিয়ে বলেেছন আহতদের ভালোভাবে চিকিৎসা দেওয়ার জন্য তিনি কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। অন্য এক বিবৃতিতে সরফরাজ বলেছেন, সকল ধরনের সন্ত্রাসবাদ নির্মূল করা হবে।