মাথাভাঙ্গা মনিটর: কানাডার ভ্যাঙ্কুভার শহরে ভিড়ের মধ্যে গাড়ি হামলার ঘটনা ঘটেছে। এতে নয়জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। গাড়িচালককে আটক করা হয়েছে। শনিবার সন্ধ্যায় এক স্ট্রিট ফেস্টিভালে এ ঘটনা ঘটে। হতাহতের সংখ্যা এখনও জানা যায়নি। এক বার্তায় ভ্যাঙ্কুভার পুলিশ জানিয়েছে, শনিবার স্থানীয় সময় রাত ৮টার কিছু পরে লাপু লাপু উৎসবে ভিড়ের মধ্যে দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার ঘটনায় নয়জন নিহত হয়েছেন। তদন্ত সামনে এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা আপনাদের আরও তথ্য দিতে পারব। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ফিলিপিনো সংস্কৃতির অনুষঙ্গ বার্ষিক লাপু লাপু উৎসব চলাকালে একটি গাড়ি পথচারীদের একটি দলকে ধাক্কা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে আসা ভিডিও ফুটেজে ঘটনাস্থলে পুলিশের বেশ কয়েকটি গাড়ি, একাধিক অ্যাম্বুলেন্স ও ফায়ার ইঞ্জিনের পাশাপাশি আহতদের মাটিতে পড়ে থাকতে দেখা গেছে।