‘সলমান খান খুব ভাল বন্ধু’, এ বার কি ভাইজানের সঙ্গে জুটি বাঁধবেন কঙ্গনা রানাউত?

ভাইজানের বিপরীতে অভিনয় করার অনেক সুযোগ এসেছে কঙ্গনার কাছে। কিন্ত এক পর্দায় দেখা মেলেনি তাদের।

বলিউডে তিনি নাকি ‘কুইন’। কিন্তু তিন খানের সঙ্গে অভিনয় করেননি কঙ্গনা রানাউত। একাধিক বার সুযোগ এলেও ফিরিয়ে দিয়েছেন তিনি। এঁদের মধ্যে সলমন খানের সঙ্গে খুবই ভাল বন্ধুত্ব তার। কিন্তু সলমন খানের সঙ্গেও কোনও ছবিতে জুটি বাঁধেননি তিনি। তার কারণ নিজেই সাক্ষাৎকারে জানালেন অভিনেত্রী।

বহু ছবিতে সলমনের বিপরীতে অভিনয় করার প্রস্তাব এসেছে কঙ্গনার কাছে। কিন্তু শেষ পর্যন্ত দু’জনকে এক পর্দায় দেখা যায়নি। তাহলে ভবিষ্যতে ‘ভাল বন্ধু’ সলমনের সঙ্গে এক ছবিতে কঙ্গনাকে দেখা যাবে? কঙ্গনা রানাউত বলেন, “সলমন আমার ভাল বন্ধু। একসঙ্গে বহু কাজ করার সুযোগ আমরা পেয়েছি। কিন্তু কোনও ভাবেই তা  করা হয়ে ওঠেনি।”