মেহেরপুর অফিস: মেহেরপুর থিয়েটারের উদ্যোগে শিল্পী নাসিরউদ্দিনের একক সঙ্গীত পরিবেশন এবং আমজাদ হোসেনের একক কবিতা আবৃতি অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে মেহেরপুর থিয়েটার মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এম সাইদুর রহমানের পরিচালনায় একক সঙ্গীত পরিবেশন করেন মেহেরপুর থিয়েটারের সদস্য নাসিরউদ্দিন এবং একক কবিতা আবৃতি করেন থিয়েটারের সদস্য আমজাদ হোসেন। বিপুল পরিমাণ দর্শক এসব অনুষ্ঠান উপভোগ করেন।