মেহেরপুর অফিস: মেহেরপুর টিএইচএফ’র ছিঁচকে চোর ও টোকাই নাটকের পর এবার শামীম হাসান খাঁন খোকনের টেলিফিল্ম গিরিঙ্গি মোড়লের শুভ মহরত অনুষ্ঠিত হয়েছে। টেলিফিল্মটি প্রযোজনা ও পরিবেশনায় টিএইচএফ। টিএইচএফ’র সভাপতি তানজিমুল হাসান বলেন, আমরা স্পন্সার পেলে আমরা বড় ধরনের প্রজেক্ট হাতে নিতে পারবো। গিরিঙ্গি মোড়ল টেলিফিল্মে অভিনয় করছেন বলিষ্ঠ অভিনেতা আনোয়ারুল হাসান, আব্দুর রাজ্জাক, মো. শামীম হাসান খাঁন, তানজিমুল হাসান, রিপন, আনারুল মেম্বার, আক্তার হোসেনসহ আরো অনেকে।