স্টাফ রিপোর্টার: বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে সঙ্গীত পরিবেশন করলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের শিল্পীরা। গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা হাসান চত্বরে সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত প্রচুর দর্শকের উপস্থিতিতে এ সঙ্গীত পরিবেশন করা হয়। চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান।
শুরুতে সঙ্গীত শিল্পী আব্দুস সালাম তারার নেতৃত্বে শিশু শিল্পীরা সমবেত গান পরিবেশন করেন। এরপর একে একে দেশ গান, লালনগীতি, বাউল গানসহ বিজয়ের গান গেয়ে শোনান হিরন উর রশিদ শান্ত, ফজলু ফকির, শিশু শিল্পী বর্ণ, সাদাত শাহরিয়ার অর্পণ, লামিয়া, আনান, আপন, স্বচ্ছসহ অনেকে। গান শুনে অনেক দর্শক মুগ্ধ হয়ে শিল্পীদের অভিবাদন জানান। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন জাহাঙ্গীর আলম মান্নান।
এ সময় দর্শক সারিতে উপস্থিত থেকে গান উপভোগ করেন আওয়ামী লীগ নেতা আরেফিন আলম রঞ্জু, আব্দুর রশিদ, শওকত আলী, মাসুদুর রহমান লিটু, দামুড়হুদা উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সাইফুন নাহার ইপসি, সাবেক ব্যাংকার জাহিদ হোসেন, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক বিপুল আশরাফসহ অনেকে।