চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ করোনা ভাইরাস মোকাবেলা করতে প্রশাসন, পুলিশ বাহিনী ডাক্তার, সেনাবাহিনী ও সাংবাদিকদ সবাই সমানভাবে কাজ করে যাচ্ছে। আর করোনাতে যারা মোকেবাল করছে তাদেরকে বীর সম্বোধন করেছে, তাদেরকেই তিনি প্রকৃত যোদ্ধা বলেছেন। আর এই যোদ্ধা ও বীরদের সাধুবাদ ও উৎসাহ দেয়ার জন্য গান রচনা করে নিজ কন্ঠে গাইলেন চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের ওসি সুকুমার বিশ্বাস।গানটির প্রযোজনা তিনি নিজেই করেছেন। গানটি ইতিমধ্যেই বুড়ো ব্যান্ডের ইউটিউব চ্যানেলে আপলোড হয়েছে। এছাড়াও জেলা পুলিশেট ফেসবুক পেজে আপলোড করা হয়েছে। এরপর থেকেই ইতিমধ্যেই বিভিন্ন মহলে গানটি প্রশংসা পাচ্ছে। গানের বিষয়ে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের ওসি সুকুমার বিশ্বাস জানান, আমি অনেক আগে থেকেই গান লেখা ও গাই, আমার একটা ব্যান্ডের দলও আছে বুড়ো ব্যান্ড, যেহেতু গান গাওয়া ও লেখা আগে থেকে অভ্যাস আছে, তাই করোনা মোকাবেলায় যারা সম্মুখ থেকে যুদ্ধ করছে, তাদের নিয়ে গানটি লেখা। কারন করোনাতে যারা কাজ করছে তারা কিন্তু নিজের জীবনের মায়া, সংসার আত্নীয়-স্বজন সবাইকে ত্যাগ করে কাজ করছে। এখন এই গানটি যদি মানুষের মনে দাগ কাটতে পারে তাহলেই আমার স্বার্থকতা।