মহামারী করোনাভাইরাসে আক্রান্ত রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ভালো নেই। শারীরিকভাবে ভীষণ দুর্বলতা অনুভব করছেন তিনি। বুধবার (২৪ জুন) বলেন শারীরিক দুর্বলতা ও ব্যথার সমস্যাও রয়েছে রবীন্দ্রসংগীতের এই বরেণ্য শিল্পীর। শারীরিক অবস্থা ভালো নেই, ভীষণ দুর্বল লাগছে।
চলতি সপ্তাহের শুরুর দিকে বন্যা গণমাধ্যমকে জানান, তার করোনা ‘পজিটিভ’। তবে শারীরিক অবস্থা ভালোই ছিল। গত দুদিন ধরে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। চিকিৎসকের পরামর্শ নিয়ে নিজ বাসাতেই আইসোলেশনে আছেন এই খ্যাতিমান শিল্পী।
১০ জুন করোনার পরীক্ষর জন্য নমূনা দেন ১২ জুন রিপোর্ট ‘পজিটিভ আসে। তখন শারীরিক অবস্থা খুব ভাল ছিলো।
সঙ্গীতে অবদানের জন্য বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাান ‘স্বাধীনতা পুরস্কার’ পেয়েছেন রেজওয়ানা। শুধু বাংলাদেশেই নয়,পশ্চিমবঙ্গে্ও জনপ্রিয়। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ‘বঙ্গভূষণ’ পুরস্কারেও সম্মানিত হয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারপারসনের দায়িত্বে রয়েছেন। এছাড়াও তাঁর রবীন্দ্রসংগীত শিক্ষা প্রতিষ্ঠান ‘সুরের ধারা’ বাংলাদেশের প্রসিদ্ধ সংগীত প্রতিষ্ঠান।