আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাক্স না পরে বাইরে ঘুরা ফেরার অপরাধে ৯ জনকে জরিমানা করেছে। ১৮ জুন বেলা ১২ টার দিকে শহরের আলতায়েবার মোড়ে উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন আলী ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
জানাগেছে, মহামারি করোনা ভাইরাস মোকাবেলায় শুরু থেকেই সাধারন মানুষকে সচেতন করতে প্রতিনিয়ত কাজ করে চলেছেন। প্রতিদিনই উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন আলী শুধু শহর নয় উপজেলার যে সকল গ্রামে করোনা পজেটিভ আছে সেই সব গ্রামে তিনি মানুষকে সচেতন করেতে ছুটে যান। ১৮ জুন সকাল থেকেই তিনি শহরের বিভিন্ন মোড়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে। মাক্স না পড়ে বাইরে বের হওয়ার অপরাধে সজিবকে ৫শ টাকা, আনোয়ারকে ২শ টাকা, আ:আলীমকে ১শ টাকা, খোকনকে ২শ টাকা, রুবেলকে ২শ টাকা, শামীমকে ১শ টাকা, আকাশকে ১শ টাকা ঝন্টুকে ২শ টাকা, আলমগীরকে ২শ টাকা জরিমানা করেন। তিনি এসময় মাইকে সকলকে সচেতন করতে মাক্স পরে বাইরে বের হওয়ার জন্য নিদের্শ প্রদান করেন।
ছবি: মোবাইল কোর্ট।